চট্টগ্রামের ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে ভালোবাসার উপহার কম্বল বিতরণ করেছে মানবিক সংগঠন ‘এসো মানুষের জন্য কিছু করি’।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) নগরীর বায়েজিদ লিংক রোড এলাকায় শতাধিক অসহায় ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য রেজাউল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চবির উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।
এ সময় আরও উপস্থিত ছিলেন চবি অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী, ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্টার ড. ডেভিড ডেলান প্রমুখ।
প্রসঙ্গত, করোনার শুরু থেকেই অসহায় মানুষের জন্য কাজ করছেন চবি শিক্ষক রেজাউল করিম।
করোনায় টিউশন হারিয়ে বিপাকে চবি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সাহায্য প্রদান, রমজানে প্রতিদিন মানুষের মাঝে ইফতার বিতরণ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োজিত কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী প্রদান এবং বিনামূল্যে মাস্ক, ভ্যাকসিন নিবন্ধন বুথ স্থাপন করেছেন।
এমআইটি/সিপি