শিশু পার্ক অপসারণ করে মুক্তিযুদ্ধ জাদুঘর করার দাবি মোশাররফের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির শিশু পার্কটি অপসারণ করে সেখানে মুক্তিযুদ্ধ জাদুঘর করার দাবি জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।

তিনি বলেন, চট্টগ্রাম সার্কিট হাউসে প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়েছিল। এই এলাকাটিকে ঘিরে মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেসব স্মৃতি মুছে দিতে বিএনপি সরকার এই জায়গায় পার্কটি করেছিল। এটি অশুভ একটি উদ্যোগ ছিল। এটিকে অপসারণ করে সেখানে মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো সংরক্ষণ করা উচিৎ।

চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উত্তর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এআরটি/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!