শিশু ধর্ষণচেষ্টার দায়ে শহীদ মল্লিক নামের ৬৫ বছরের এক বৃদ্ধকে আট বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া ৩ লাখ টাকা অর্থদণ্ড ৬০ দিনের মধ্যে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানা থেকে প্রাপ্ত অর্থ শিশুর পরিবারকে দেওয়া হবে। তবে জরিমানা দিতে না পারলে ভোগ করতে হবে আরও ২ বছরের কারাদণ্ড।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এইএম ইসমাইল হোসেন এ রায় প্রদান করেন।
জানা যায়, ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে শহীদ মল্লিকের মুদি দোকানে পণ্য কিনতে যায় ওই শিশু। এ সময় তাকে ধর্ষণচেষ্টা ও নির্যাতন করেন শহীদ মল্লিক। এর পরদিন স্কুলছাত্রীর বাবা শহীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ওই শিশু নানিয়ারচর থানার বুড়িঘাট ইউপি বগাছড়ি পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম বলেন, এই রায়ে আমি সন্তুষ্ট। এক ছাত্রী ধর্ষণচেষ্টা ও নির্যাতনের অভিযোগ বিজ্ঞ আদালতে প্রমাণ করতে পেরেছি।
তবে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মামুন ভুঁইয়া ডিএনএ পরীক্ষা যথাযথ হয়নি দাবি করে উচ্চ আদালতে আপিলের কথা জানান।
ডিজে