কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের পূর্ব রত্না গ্রামে একই পরিবারের শিশু ও বৃদ্ধাসহ ৪ জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঘরের ভেতর থেকে ৪টি লাশ উদ্ধার করে উখিয়া থানা পুলিশ।
নিহতরা হলেন পূর্ব রত্না গ্রামের মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখি বড়ুয়া (৬৫), রোকেন বড়ুয়ার স্ত্রী মিলা বড়ুয়া (২৪), শিশু রবিন বড়ুয়া (৫) ও শিশু সনি বড়ুয়া (৬)।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ২৬ সেপ্টেম্বর সকালে রোকেন বড়ুয়ার বাড়ির রুমে গলাকাটা অবস্থায় মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখি বড়ুয়ার লাশ দেখতে পাই স্থানীয়রা। পরে বাড়ির ভিতরে অন্য একটি রুমে রোকেন বড়ুয়ার স্ত্রী মিলা বড়ুয়া, শিশু অমিন বড়ুয়া ও শিশু সনি বড়ুয়াসহ তিনজনের গলাকাটা অবস্থায় লাশ পাওয়া যায়।
স্থানীয় রত্নাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোক্তার আহমদ হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে বাড়ির সিঁড়ি ঘর দিয়ে প্রবেশ করে এই হত্যাকান্ড সংগঠিত করা হয়েছে। তবে কে বা কারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তা এখনো জানা যায় নি।
উখিয়া থানার ওসি আবুল মনসুর ৪ জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।