কক্সবাজারের চকরিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুব দিয়ে নিখোঁজ হওয়া শিশু ইশরাকের মরদেহ ২৪ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা এলাকার খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ইশরাক সাহারবিল ইউনিয়নের বল্যার বাপের পাড়ার আবু নঈমের ছেলে।
এর আগে রোববার সকাল ১০ টার দিকে চার শিশু মিলে খেলতে গিয়ে পানিতে ডুবে যায় ইশরাক।
বিষয়টি নিশ্চিত করে সাহারবিল ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের সদস্য জয়নাল আবদীন বলেন, ইশরাক তিনদিন আগে মায়ের সঙ্গে সওদাগরঘোনা নানার বাড়িত বেড়াতে যায়। রোববার সকালে চার শিশু মিলে নানার বাড়ির পার্শ্ববর্তী একটি খালে নৌকায় চড়ে খেলতে যায়। এক পর্যায়ে চার শিশু নৌকা থেকে লাফ দেয়। এতে তিনজন খালের পাড়ে উঠতে পারলেও নিখোঁজ হয় ইশরাক। নিখোঁজের একদিন পর তার লাশ উদ্ধার করা হয়েছে।
এএইচ