শিল্পপতি আবদুস সালামের মা মারা গেলেন

এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ রেড ক্রিসেন্টের ট্রেজারার বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আবদুস সালামের মা আনোয়ারা বেগম আর নেই।

রোববার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে আনোয়ারা বেগমের বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৫ ছেলে ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (২৭ ডিসেম্বর) বাদ জোহর নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদের মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে আনোয়ারা বেগম বার্ধক্যজনিতসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm