শিল্পকলায় মঙ্গলবারের নাটক ‘রাজা রাণী’

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম’ আয়োজিত ১১ দিনব্যাপী আগস্ট নাট্য সম্ভার এর ষষ্ঠ দিনে ২৬ আগস্ট সন্ধ্যা সাতটায় ‘অঙ্গন থিয়েটার ইউনিট’ পরিবেশন করে নাটক ‌‘শেষ বিকেলের গল্প’।

রজনীকান্ত বন্দ্যোপাধ্যায় রচিত এবং সনজীব বড়ুয়া সম্পাদিত ও নির্দেশিত নাটকটিতে ফুটে উঠেছে মধ্যবিত্ত মানুষের বহুবিধ সংকট। চাওয়া-পাওয়ার বিস্তর ফারাকে জীবনের শেষ বিকেলে উপনীত বয়স্ক দম্পতি একান্তে মনের কথা বলতে অবকাশ কাটাতে গিয়ে বিড়ম্বনায় পড়েন। তৈরি হয় নানা নাটকীয়তা।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সনজীব বড়ুয়া, সাবিরা সুলতানা বীণা, শ্যামা প্রসাদ চক্রবর্তী, সত্যানন্দ বড়ুয়া, শিবা মণ্ডল, রঘু নন্দী, সপ্রতিভ দাশ পিনন, শার মাযহার, সূপক দাশ মানু ও মাহবুবুর রহমান।

এদিকে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ‘প্রতিনিধি নাট্য সম্প্রদায়’ পরিবেশন করবে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ও হাসান জাহাঙ্গীর নির্দেশিত নাটক ‘রাজা রাণী’। বুধবার (২৮ আগস্ট) একই সময়ে ‘নাট্যাধার’ পরিবেশন করবে মিলন কান্তি দে রচিত ও মোস্তফা কামাল যাত্রা নির্দেশিত নাটক ‘বাংলার মহানায়ক’।

টিকিট নাটক শুরু হওয়ার আগে মিলনায়তনের কাউন্টারে পাওয়া যাবে।

শ্রাবন্তী বড়ুয়া/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!