শিরোপা দেখতে পাচ্ছেন রাজীব

‘এ’ ক্যাটাগরিতে দাপট ধরে রেখেই এগিয়ে যাচ্ছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। মরহুম ডা. আবুল কাশেম চৌধুরী আন্তর্জাতিক দাবায় শিরোপা জয়ের পথে আছেন তিনি। রোববার শেষ রাউন্ডে এই গ্র্যান্ডমাস্টার জিতলেই চ্যাম্পিয়ন। যেখানে তার প্রতিপক্ষ আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন।

অষ্টম রাউন্ড শেষে সাড়ে ৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আছেন সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার রাজীব। একই ক্লাবের আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৬ পয়েন্ট নিয়ে আছেন এককভাবে দ্বিতীয় স্থানে। সাড়ে ৫ পয়েন্ট পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন রয়েছেন তৃতীয় স্থানে।

অষ্টম রাউন্ডে শনিবার জিয়া হারিয়েছেন ভারতের সংকলান ভারতীকে। মিনহাজ ক্যান্ডিডেটমাস্টার সুব্রত বিশ্বাসকে ও ফাহাদ ফিদেমাস্টার শেখ নাসির আহমেদকে হারান। রাজীবকে আটকে দেন ভারতের সুমিত কুমার।

ঢাকায় চলমান আন্তর্জাতিক এই দাবায় ৫ নিয়ে চতুর্থ স্থানে সাইফ স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, সুলতানা কামাল স্মৃতি পাঠাগারের মোহাম্মদ আমিনুল ইসলাম, শাহিন চেস ক্লাবের অভিক সরকার ও ভারতের সুমিত কুমার।

প্রতিযোগিতায় ‘বি’ ক্যাটাগরিতে ৮ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আছেন গোল্ডেন স্পোর্টিং ক্লাবের তাহসিন তাজওয়ার জিয়া পূর্ণ। শিরোপা জয়ের পথে আছেন তিনি। সাত পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে ফিরোজ আহমেদ ও স্বর্নাভো চৌধুরী। সাড়ে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, মতিউর রহমান মামুন ও জাবেদ আল আজাদ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm