শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি পিসিআইইউ ছাত্রলীগের

শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে পোর্ট সিটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় (পিসিআইইউ) ছাত্রলীগের নেতা কর্মীরা।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১টার দিকে এই মিছিলের আয়োজন করে পিসিআইইউ ছাত্রলীগ।

পিসিআইইউ ছাত্রলীগের সভাপতি কাজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক ওয়াহেদ বুলবুল অর্পনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখ থেকে শুরু হয়ে আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে আবার বিশ্ববিদ্যালয় গেইটে এসে শেষ হয়।

মিছিল শেষে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি কাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াহেদ বুলবুল অর্পনের সঞ্চালনায় একটি বিক্ষোভ সমাবেশও অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পিসিআইইউ ছাত্রলীগের সহসভাপতি মাজহারুল ইসলাম, রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক নিঝুম পারিয়াল রাজ।

বক্তারা আইন করে সারাদেশে শিবিরের নিষিদ্ধের দাবি জানান । এসময় খুলনা ও নোয়াখালীতে ছাত্রলীগের দুই নেতা হত্যার তীব্র নিন্দা জানান তারা। এছাড়া তারা প্রশাসনের কাছে কঠিন অবস্থান ও সুষ্ঠু বিচার আহ্ববান জানান।

এআরটি/এসএ

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!