শাহ আমানতে ৩৫ লাখ টাকার স্বর্ণবার জব্দ, ছাড়া পেলো যাত্রী
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭০০ গ্রাম ওজনের ৬ পিস স্বর্ণবারসহ আটকের পর ‘স্বর্ণবার’ জব্দ করে যাত্রীকে ছেড়ে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সংযুক্ত আরব আমিরাতের ওমানের মাসকাট থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা। আবু ওয়াইব ফয়সার (৩০)। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহপুর এলাকার বাসিন্দা।
বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার মো. রেয়াদুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ১১টার দিকে মাসকাটগামী একটি ফ্লাইটে আসা আবু ওবাইদা ফয়সালের ব্যাগেজ তল্লাশি করে ৭০০ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার পাওয়া যায়। তার বাড়ি হাটহাজারী উপজেলা ফতেপুরে। যে পরিমাণ স্বর্ণ জব্দ করা হয়েছে তা পরিমাণে কম। কাস্টম আইন অনুসারে এক কেজি স্বর্ণের নিচে নিয়মিত মামলা করা যায় না। তাই যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, স্বর্ণ উদ্ধারের বিষয়ে একটি বিভাগীয় মামলা দায়ের হয়েছে। পরবর্তীতে তদন্তে ঘটনার সত্যতা পেলে তার বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা করা হবে।
মুআ/এসএস