শাহ আমানতে ১৭ লাখ টাকার সিগারেট জব্দ

0

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ যাত্রীর ব্যাগেজ থেকে ৮৩০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। এসব সিগারেটের বাজার মূল্য প্রায় ১৭ লাখ টাকা।

মঙ্গলবার (৩ মার্চ) বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস, শুল্ক গোয়েন্দা অধিদপ্তর ও এনএসআই টিম গোপন সংবাদের ভিত্তিতে সিগারেটগুলো উদ্ধার করে। এসব সিগারেট ইজি লাইট, ৩০৩ এবং মন্ড ব্রান্ডের।

সকাল ৯টায় শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়া জি ৫২৮ ফ্লাইটে তারা চট্টগ্রাম বিমানবন্দরে আসেন। গোপন তথ্য থাকায় তাদের সিগারেটগুলো জব্দ করতে সক্ষম হন কাস্টমস ও জাতীয় গোয়েন্দা সংস্থা।

s alam president – mobile

তল্লাশি চালিয়ে ফটিকছড়ির সদর উল্লাহ ও রুকন উদ্দিন ও হাটহাজারীর মামুনুরের কাছ থেকে উক্ত সিগারেট জব্দ করা হয়েছে। এসব সিগারেটের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে।


এএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!