শাহ আমানতে ফ্লাইট চলাচল সচল, ফিরে গেছেন আটকে থাকা যাত্রীরাও

ঘন কুয়াশার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ডিলে হওয়া অভ্যন্তরীন ফ্লাইট সকাল ১১টা থেকে আবার চালু হয়েছে।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঘন কুয়াশার কারণে ফ্লাইট ল্যান্ড করতে না পারায় চট্টগ্রামে নামা মালয়েশিয়া ও মস্কাটের দুটি ফ্লাইটও চট্টগ্রাম ছেড়ে গেছে। এ দুই ফ্লাইটেও প্রায় ৩০০ যাত্রী ছিল।

ফ্লাইট দুটি প্রায় তিন ঘণ্টা চট্টগ্রামে অবস্থানের পর পরিস্থুতি স্বাভাবিক হলে পুনরায় ঢাকা উদ্যেশে রওনা হয়েছে।

সূত্র মতে, ঘন কুয়াশার কারণে শুক্রবার (২২ জানুয়ারি) সকালে ঢাকা টু চট্টগ্রাম তিনটি ফ্লাইটে বিলম্বিত হওয়ায় প্রায় ৫ শতাধিক যাত্রীকে অপেক্ষা করতে হয় চট্টগ্রাম বিমানবন্দরেই।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ম্যানেজার উইং কমান্ডার ফরহাদ হোসেন খান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, সকালে কয়েক ঘণ্টা পর ফ্লাইট চলাচল আবার সচল হয়েছে। ঢাকা থেকে আসা ফ্লাইটগুলো চলে গেছে।

ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফিজিবিলিটি ভাল না হওয়ায় এখান থেকে ফ্লাইট যেতে পারেনি। আবার ঢাকা থেকেও ফ্লাইট আসেনি ভোর সকালে।

তিনি জানান, সকালে ঢাকা থেকে এসেই এখান থেকে যাত্রী নিয়ে যায়। বাংলাদেশ বিমান এয়ারলাইন্স, নভো এয়ার, ইউএস বাংলার তিনটি ফ্লাইট যাত্রী পরিবহণ করেন। এতে প্রতি ফ্লাইটে ২০০ এর বেশী যাত্রী থাকে।

তিনি আরো জানান, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় উক্ত ফ্লাইটগুলো চলাচল স্বাভাবিক হয়েছে ।

এএস/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm