শারজায় ডিপ্লোম্যাট কাপ ক্রিকেটে রানার্সআপ বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজায় ডিপ্লোম্যাট কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়েছে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট জেনারেল দল। তবে শারজার স্কাইলাইন বিশ্ববিদ্যালয় আয়োজিত নবম আসরের শিরোপা ঘরে তুলেছে দুবাইয়ের পাকিস্তান কনসুলেটর দল।

রোববার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ টুর্নামেন্টে দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কনসুলেট জেনারেল দল অংশ নেয়।

গ্রুপ পর্বে বাংলাদেশ কনসুলেট দল দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালে যুক্তরাজ্যকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে তারা। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ রানার্সআপ হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের পদক ও ট্রফি দেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান।

এতে পাকিস্তান কনসুলেটের হেড অফ চ্যান্সারি, স্কাইলাইন বিশ্ববিদ্যালয়ের উপ-ভাইস চ্যান্সেলর এবং পরিচালক (কমিউনিকেশন)উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে কনসুলেটের সদস্য এবং প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে বাংলাদেশ কনসুলেট দল গঠন করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm