শাবিপ্রবির শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ চট্টগ্রামেও

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে চট্টগ্রামে বসবাসরত এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা।

শাবিপ্রবির আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের আচরণকে তারা নির্দয় বলে উল্লেখ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মোমবাতি প্রজ্জলনও করে শাবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থীরা।

মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আজিজ খান হেলাল বলেন, ‘যুগে যুগে বিভিন্ন অধিকারের দাবিতে শিক্ষার্থীরাই সর্বপ্রথম এগিয়ে এসেছে। সেই শিক্ষার্থীদের ওপর পুলিশ কীভাবে হামলার সাহস পায়। কেন শিক্ষার্থীদের রক্তে রক্তাক্ত হবে সিলেটের পূণ্যভূমি। কেন বার বার হামলার শিকার হবেন সাধারণ শিক্ষার্থীরা।’

তিনি আরও বলেন, ‘আমরা এই মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে এর তীব্র নিন্দা জানাই এবং শাবিপ্রবি প্রশাসন ও রাষ্ট্রকে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাই।’

শাবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক ওয়াহিদ জামান বলেন, ‘এ ঘটনায় অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাবদিহি করতে হবে এবং পুলিশসহ যারা হামলার সঙ্গে যুক্ত, তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এছাড়া আমরা প্রাক্তন শিক্ষার্থীরা শাবিপ্রবির সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার আদায়ের আন্দোলনে পূর্ণ সংহতি জানাচ্ছি।’

এ সময় বক্তব্য রাখেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এনামুল হক, মুহিবুল হাসান পিয়াস, পায়েল চৌধুরী।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত থেকে শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের পদত্যাগসহ ৩ দফা দাবিতে চলমান আন্দোলনে গত রোববার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে। একপর্যায়ে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় প্রায় ৪০ জন শিক্ষার্থী আহত হন। এ ঘটনার প্রতিবাদে রোববার রাত থেকে উপাচার্যের পদত্যাগ চেয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

এআরটি/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!