শাটল ট্রেনের দাবিতে মূল ফটকে তালা দিয়ে চবি শিক্ষার্থীদের বিক্ষোভ

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ জোড়া শাটল ট্রেন পুনরায় চালু করার দাবি মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এসময় তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় শিক্ষার্থীরা জড়ো হয়ে মূল ফটকে তালা দেয়। প্ল্যাকার্ডে তারা লিখেন, ‘আর কত ভোগান্তি’, ‘শাটল ট্রেন চালু করো’, ‘নিয়মিত শাটল চাই’।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এমনিতে শিক্ষার্থীর তুলনায় শাটল সংখ্যা অপ্রতুল। এর মধ্যে তিন জোড়া শাটল ও দুই জোড়া ডেমু বন্ধ থাকায় ভোগান্তির মাত্রা বেড়েছে কয়েকগুণ। শাটলে সিট খালি তো দূরের কথা তিল ধারণের ঠাঁই পর্যন্ত নেই। বাধ্য হয়ে অনেককে ঝুঁকি নিয়ে শাটলের ছাদে উঠতে হচ্ছে। দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে শাটলের দাবি জানিয়ে আসলেও প্রসাশন আশ্বাস দিয়েই দায় সারছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘শাটলের ভোগান্তি সম্পর্কে আমরা অবগত। সমস্যা সমাধান করতে গত মঙ্গলবার আমরা রেলওয়ে কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়েছি, মিটিং করেছি। দফায় দফায় ফোন দিয়েছি। কিন্তু ওনাদের পক্ষ থেকে বলা হচ্ছে ক্রু (লোকো মাস্টার) সংকট এখন। রেলওয়ে কর্তৃপক্ষ না চাইলে আমাদের পক্ষেতো ক্রু সংকট দূর করা সম্ভব না।’

এর আগে গত ২৬ জানুয়ারি থেকে মাইলেজ ইস্যুতে কর্মবিরতিতে যায় লোকো মাস্টাররা। এতে করে সারাদেশের রেল যোগাযোগ স্থবির হয়ে পরে। লোকো মাস্টার সংকটে রেলওয়ে কর্তৃপক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন জোড়া শাটল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে দুইদিনের মাথায় লোকো মাস্টাররা আন্দোলন স্থগিত করলে ফের স্বাভাবিক হয়ে যায় সারাদেশের রেল যোগাযোগ। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চালু হয়নি গত একমাসেও। এর আগে গতবছর ১১ নভেম্বর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দুই জোড়া ডেমু ট্রেন বন্ধ রাখার ঘোষণা দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

এমআইটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm