চট্টগ্রাম কাস্টমস হাউস অঘোষিতভাবে বন্ধ রেখে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটানোয় কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
গত ২৮ ও ২৯ জুন চট্টগ্রাম কাস্টমস হাউসে ‘শাটডাউন’ চলাকালে সরকারি নির্দেশ অমান্য করায় তার বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।
মঙ্গলবার (১ জুলাই) রাতে আইআরডি সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত বরখাস্তের আদেশ জারি করা হয়। বুধবার সকালে তার জায়গায় দায়িত্ব পান চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন।
বরখাস্তের আদেশে বলা হয়, মো. জাকির হোসেন দপ্তর খোলা রাখার সরকারি নির্দেশ উপেক্ষা করে চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রাখেন, যার ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হয়। ফলে তাঁর বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো। এই সময় তিনি কেবল খোরপোষ ভাতা পাবেন।
এর আগে রাজস্ব খাতে ‘যৌক্তিক সংস্কার’-এর দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ২৮ ও ২৯ জুন সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করেন শুল্ক ও আয়কর কর্মকর্তা-কর্মচারীরা। এ কর্মসূচিকে কেন্দ্র করেই চট্টগ্রামসহ দেশের প্রায় সব কাস্টমস অফিস বন্ধ ছিল।
এ ছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) বর্তমানে এনবিআরের ১১ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন এনবিআরের দুই সদস্য ও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদারও।