শর্টসার্কিট থেকে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় ইনফিনিয়া নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানাটি এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বলে জানা গেছে।

শনিবার (৫ সেপ্টম্বর) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস, কুমিরা ফায়ার সার্ভিস ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা ৫ ঘণ্টা চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইনফিনিয়া কারখানার অ্যাডমিন মো. সাইফুল। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহামুদ বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের পাঁচটি ইউনিট কাজ করেছে। তবে আগুন আসলেও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কিছু জানাতে পারছি না। তদন্তের পর জানানো হবে।

মুআ/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm