বায়েজিদে শর্ট সার্কিটের আগুনে পুড়লো ১৯ বসতঘর

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন চন্দ্র নগর বেলতলী এলাকায় আগুনে পুড়ে গেছে ১৯ বসতঘর। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়লে পুড়ে ছাই হয় ১৯ টি কাঁচা বসতঘর। এতে আনুমানিক ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে কেউ হতাহত হয়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক আজিজুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, স্থানীয় সূত্রে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের ৩টি গাড়ি প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এএ/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm