শফিউল্লাহর ‘উন্নত জীবনের সন্ধানে’ ও ‘শিশুর উন্নত জীবন’র মোড়ক উন্মোচন

ডা. মীর মো. শফিউল্লাহর লেখা ‘উন্নত জীবনের সন্ধানে’ ও ‘শিশুর উন্নত জীবন’ বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।

শুক্রবার (১০ জুন) বিকালে চট্টগ্রাম নগরীর প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আহসান সাইয়েদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক এসএম ওয়াজেদ, ইঞ্জিনিয়ার মনসুর আলম, কবি ও লেখক নুরুল মোহাম্মদ কাদের, ডা. মো. এনাম, ফারুক জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা শুক্কুর চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বই মানুষের মনের খোরাক যোগায়। দেহের খাবারের সঙ্গে মনের খোরাক না দিলে মানুষের জানার জগৎ ছোট হয়ে আসে। তাই জানার জগৎ প্রসারিত করতে হলে বেশি বেশি বই পড়তে হবে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm