পার্কিংয়ের জায়গাসহ খোলা জায়গায় নির্বিচারে দোকান নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে চিটাগং শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীরা। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শপিং কমপ্লেক্সের সামনেই এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে দোকান নির্মাণ বন্ধের দাবিতে ব্যবসায়ীরা মিছিলও বের করে।
মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, ‘অবৈধ এসব দোকান নির্মাণ বন্ধ করতে হবে। যারা শপিং কমপ্লেক্সের বাণিজ্যিক পরিবেশ নষ্ট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
শপিং কমপ্লেক্সের ‘চান্দুয়ার’ দোকানের মালিক এমরান হোসেন বলেন, ‘মার্কেটের নিচে মহিলাদের জন্য নির্মিত টয়লেট বন্ধ করা হয়েছে। জেনারেটর রুম ভেঙ্গে ফেলা হয়েছে। মহিলা টয়লেট ও জেনারেটরের ব্যবস্থা নিচে রেখে অন্যান্য কাজ চালাতে পারতো ঠিকাদারি প্রতিষ্ঠান।’
হানিমুন টেইলারের মালিক মোস্তাফা কামাল বলেন, ‘পার্কিংয়ের জায়গা দখল করে দোকান নির্মাণের কোন নজির নেই। কিন্তু এখানে তাই করা হচ্ছে। আমরা ব্যবসায়ীরা আর চুপ থাকতে পারি না। যেখানে গাড়ির পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেখানে পার্কিং স্থান সংকোচন করা হচ্ছে। যা কিছুতেই কাম্য নয়।’
এ সময় আরো বক্তব্য রাখেন লাভলী টেইলাসের মালিক মোহাম্মদ বাবুল, শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সাধারণ সম্পাদক মইনউদ্দিন আহেমদ, শাড়ির দোকান কাকনের মালিক জাকির হোসেন, শাহনা স্টোর মালিক মাসুদুল আলম চৌধুরী প্রমুখ।
এএস/এমএফও