শপথ নিলেন পটিয়া উপজেলার ৩ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
নবনির্বাচিত শপথ নেওয়া তিন চেয়ারম্যান হলেন, জিরি ইউনিয়নের আমিনুল ইসলাম টিপু, ছনহরা ইউনিয়নে মুক্তিযোদ্ধা সামশুল আলম ও কচুয়াই ইউনিয়নের এস এম ইনজামুল হক জসিম।
শপথ পাঠ শেষে জেলা প্রশাসক মুমিনুল হক নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এদিকে উচ্চ আদালতে রিট আবেদনের কারণে উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের ষষ্ঠবারের মতো নির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেমের শপথ পাঠ স্থগিত রয়েছে। আদালতে নির্বাচনে অনিয়ম ও ফলাফল গণনায় কারচুপির অভিযোগ করেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. কাইছ। রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই ইউনিয়নে নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত রাখার জন্য রাখার আদেশ দেন আদালত।
উচ্চ আদালতের নির্দেশে গত ৬ ফেব্রুয়ারি কাশিয়াইশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শপথ গ্রহণ স্থগিত করা হয়।
গত ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পটিয়া উপজেলার কাশিয়াইশ, ছনহরা, কচুয়াই ও জিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাড়া বাকি ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ পাঠ করিয়েছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর চতুর্থ দফায় পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নসহ ১৭টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার চেয়ারম্যানদের শপথ পাঠের সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ দেবু, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেজা বেগম শিরু প্রমুখ।
এমএফও