শপথ নিলেন চট্টগ্রামের ৮ পৌরসভার জনপ্রতিনিধিরা

চট্টগ্রাম বিভাগের আটটি পৌরসভার নির্বাচিত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররা শপথ নিয়েছেন।

বুধবার (১০ মার্চ) চট্টগ্রাম সার্কিট হাউসে সকাল ১১টার দিকে তাদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার এবিএম আজাদ।

পটিয়া পৌরসভার নব নির্বাচিত মেয়র আইয়ুব বাবুল বলেন, ‘জনগণ আমাকে অনেক আশা নিয়ে এবারের নির্বাচনে নির্বাচিত হয়েছেন। পটিয়ায় তারা ইভিএম পদ্ধতিতে ভোটদানের মাধ্যমে নতুন মাইলফলক তৈরী করেছে সারা দেশে। আমি চেষ্টা করব তাদের আশার প্রতিফলন ঘটাতে। আমি নির্বাচনী যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তার সবটুকুই বাস্তবায়ন করব দায়িত্বকালে।’

সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জুবায়ের বলেন, ‘আমি আমার এলাকার মানুষের জানমাল রক্ষায় নিবেদিত থাকব। পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা ও জীবনমান উন্নয়নই আমার কর্মযজ্ঞের প্রধান অংশ হয়ে থাকবে।’

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভা, বান্দরবান পৌরসভা, পটিয়া পৌরসভা, রাউজান পৌরসভা, চন্দনাইশ পৌরসভা, সাতকানিয়া পৌরসভা, সোনাইমুড়ী পৌরসভা ও মাটিরাঙা পৌরসভার নব নির্বাচিত মেয়ররা।

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm