শনির দশা কাটিয়ে মনি ফিরলেন মহিলা দলে

জাতীয়তাবাদী মহিলা দলের চট্টগ্রাম নগর কমিটির বহিষ্কৃত সভানেত্রী মনোয়ারা বেগম মনিকে ফিরিয়ে নিয়েছে দল। রবিবার (১৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় মহিলা দলের এক চিঠিতে মনিকে চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি পদের দায়িত্ব ফিরিয়ে দেয়া হয়।

বহিষ্কারাদেশ কাটিয়ে মনিকে স্বপদে ফিরিয়ে নেওয়ার বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনেকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, মনির আবেদনের প্রেক্ষিতে তার ত্যাগ, ডেডিকেশন বিবেচনায় আমরা তাকে দলে ফিরিয়ে এনেছি।

নগর মহিলা দলের প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটা বলেন, মনি ফিরে আসায় দল শক্তি ফিরে পেলো। বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরো বেগবান হবে।

উল্লেখ্য, মনোয়ারা বেগম মনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) বাগমনিরাম, জামালখান ও লালখান বাজার ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর। গত ৪ অক্টোবর নগরীর লালখান বাজার এলাকায় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মনোয়ারা বেগম মনি চসিক মেয়র পদে বর্তমান মেয়র আ জ ম নাছিরকে আবারও নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

এরপর দল থেকে বহিষ্কার হওয়া মনি দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন। ১৫ জানুয়ারি দেশে ফিরে তিনি আবার নিজ নির্বাচনী এলাকায় কর্পোরেশনের নিয়মিত কর্মকাণ্ডে সক্রিয় হয়েছেন।

এএ/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm