শনিবার হবে না জেএসসি ও জেডিসির গণিত পরীক্ষা

ঘূর্ণিঝড় বুলবুলের সম্ভাব্য বিপর্যয়ের কথা মাথায় আগাম সতর্কতা হিসেবে ২০১৯ সালের চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে শুরু হওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) শনিবারের (৯ নভেম্বর) গণিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সাথে সময় অপরিবর্তিত রেখে ৯ নভেম্বরের পরীক্ষা ১২ নভেম্বর নেওয়া হবে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ গণিত পরীক্ষা স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমরা শুরু থেকেই তৎপর ছিলাম ঘূর্ণিঝড় বুলবুলের কারণে। শিক্ষাবোর্ডের নির্দেশনার অপেক্ষায় ছিলাম। এখন নির্দেশনা এসেছে গণিত পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং সময় অপরিবর্তিত রেখে ৯ নভেম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।’

এদিকে শনিবার জেডিসির গণিত পরীক্ষাও স্থগিত করা হয়েছে। শনিবারের জেডিসি পরীক্ষা আগামী ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) একই সময়ে অনুষ্ঠিত হবে।

এসআর/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm