কক্সবাজার শহর ও আশেপাশের বিভিন্ন এলাকায় শনিবার (২৬ ডিসেম্বর) প্রায় সারাদিনই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৭টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা বন্ধ থাকবে বিদ্যুৎ।
উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ চালু হতে পারে বলে তাতে জানানো হয়।
কক্সবাজার ৩৩/১১ উপকেন্দ্রের অধীন যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, তার মধ্যে রয়েছে— কলাতলী, উত্তর আদর্শগ্রাম, দক্ষিণ আদর্শগ্রাম, কলাতলী হাঙ্গর মোড় (ডলফিন মোড়) থেকে হিমছড়ি পর্যন্ত, মধ্যম ডিসি অফিস, ডিসি বাংলো. উপজেলা পরিষদ, সিভিল সার্জন অফিস, সদর হাসপাতাল, এসপি অফিস, কলাতলী, বড়ছড়া এলাকা, দরিয়ানগর।
এছাড়া বিদ্যুৎ থাকবে না মাঙ্গালপাড়া, হলিডে মোড় থেকে লাবণী মোড়, ছাতা মার্কেট, লাবণী মোড় থেকে পাসপোর্ট অফিস, উত্তর দিক্কুল, শিকদার পাড়া, চৌধুরী পাড়া, সাবমেরিন ক্যাবল, অভি আলির জাহাল, এস এম পাড়া, উত্তর রুমালিয়ার ছড়া, টেকপাড়া, মাঝিরঘাট, ঝাউতলা, গাড়ির মাঠ, সৈকত মার্কেটের পার্শ্ব, গরু হালদা রোড, সিটি কলেজ, সাহিত্যিকা পল্লীতে।
আরও যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, তার মধ্যে রয়েছে— পল্যানকাটা, বিজিবি এলাকা, লারপাড়া, উত্তরণ, বাদশাহ ঘোনা, সিএনজি ফিলিং স্টেশন, বাহারছড়া, মধ্যম বাহারছড়া, নতুন বাহারছড়া, বাহারছড়া বাজার, সমিতিপাড়া, বিয়াম ফাউন্ডেশন, ডিজিএফআই সেইফ হাউজ, নাজিয়ার টেক, নতুন জেলখানা, কলাতলী প্রধান সড়কের হোটেল মোটেল জোনের উভয় পাশে লাইট হাউজ পাড়া এবং সৈকত পাড়াসহ তৎসংলগ্ন এলাকা।
অন্যদিকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়ও শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, সন্দ্বীপ ৩৩ কেভি কোর্স লাইন এবং এনাম নাহার ৩৩/১১ কেভি উপকেন্দ্রের সকাল ১১ কেভি ফিডারের আওতাধীন সমগ্র সন্দ্বীপ এলাকায় ওইদিন বিদ্যুৎ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
সিপি