শনিবার থেকে আগের মতোই কাউন্টারে মিলবে ট্রেনের টিকেট

২৫ ভাগ কাউন্টারে, বাকিটা অনলাইনে

রেলস্টেশনের কাউন্টারে আগের মতোই শুরু হচ্ছে ট্রেনের টিকেট বিক্রি। করোনা মহামারিতে আন্তঃনগর ট্রেনগুলোর টিকেট শুধু অনলাইনেই বিক্রি হলেও শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে স্টেশনগুলোর কাউন্টারে আগের মতো টিকেট বিক্রি শুরু হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিসি) মো. নাহিদ হাসান খাঁন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বর্তমানে প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার যে ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে, সেই অংশ থেকে ৫০ শতাংশ এবার কাউন্টার থেকে বিক্রি হবে। অর্থাৎ আসন সংখ্যার ২৫ শতাংশ বিক্রি হবে কাউন্টারের মাধ্যমে এবং বাকি ২৫ শতাংশ হবে অনলাইনে।

রেলওয়ের চিঠিতে বলা হয়, কোনো স্টেশনের অনুকূলে কোনো নির্দিষ্ট শ্রেণীতে বর্তমান নিয়মে বিক্রয়কৃত মোট আসনের ৫০ শতাংশ টিকিটের সংখ্যা ছয়টির বেশি হলে কাউন্টার, অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে ইস্যু করা হবে। টিকিটের সংখ্যা অনধিক ছয়টি হলে তা শুধু অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে ইস্যু করা যাবে। এক্ষেত্রে প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট থেকে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে সংরক্ষিত থাকা ২ শতাংশ আসন বাদ দিয়ে হিসাব করতে হবে।

এছাড়া কাউন্টার ও অ্যাপ, অনলাইন ও মোবাইল কোটায় অবিক্রিত টিকিট যাত্রার ১২০ ঘণ্টা আগে যে কোনো মাধ্যম থেকে ইস্যু করা যাবে। সকাল ৮টা থেকে কাউন্টারে মাধ্যমে এবং বর্তমান নিয়ম অনুযায়ী সকাল ৬টা থেকে অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে টিকিট ইস্যু করা যাবে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm