শতভাগ নজরদারির আওতায় এলো চান্দগাঁও আবাসিক এলাকা

চট্টগ্রাম নগরীর সবচেয়ে বড় আবাসিক এলাকাগুলোর মধ্যে অন্যতম চান্দগাঁও আবাসিক। হাজারো প্লট নিয়ে গড়ে ওঠা এই আবাসিক এলাকা বেশ সমৃদ্ধ। দৃষ্টিনন্দন মসজিদটি এই এলাকাকে দিয়েছে বাড়তি আভিজাত্য। পাশাপাশি সবুজায়ন, খেলার মাঠ, নিরাপত্তা ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্সসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করেছে চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতি। এবার এই এলাকার বি-ব্লকের বাসিন্দাদের নিরাপত্তায় যোগ হল ৬৫টি সিসিটিভি ক্যামেরা।

চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি হাসান মাহমুদ চৌধুরীর উদ্যোগে এই ক্যামেরাগুলো স্থাপন করা হয়।

এর আগে এই আবাসিকের অন্যান্য ব্লকেও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। বি-ব্লকে ক্যামেরা স্থাপনের মধ্যে দিয়ে গোটা আবাসিক এলাকাকে শতভাগ নজরদারির আওতায় আনা হল।

এ বিষয়ে চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি ও কাশেম-নুর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান হাসান মাহমুদ চৌধুরী বলেন, ‘এলাকাবাসীর নিরাপত্তায় অত্যাধুনিক ক্লোজ সার্কিট এতে সমগ্র এলাকা সিসিটিভি নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। এলাকায় কোন অপরাধ সংঘটিত হলে অপরাধীকে সহজে শনাক্ত করতে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ সহজ করে তুলবে এসব ক্যামেরা। বি-ব্লকে ৬৫টি ক্যামেরা স্থাপনের মাধ্যমে গোটা আবাসিক এলাকাই এখন নজরদারির আওতায় এলো।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!