চট্টগ্রাম-৮ আসনে ভোট শুরুর এক ঘণ্টা না যেতেই কেন্দ্রে বহিরাগতদের উপস্থিতি, ভোটারদের বাধা দান ও কেন্দ্রে তাদের এজেন্টদের প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ তুলেছেন বিএনপি প্রার্থী আবু সুফিয়ান। তবে বিএনপি প্রার্থীর এ অভিযোগকে নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, নির্বাচন থেকে বেরিয়ে যেতে বাহানা খুঁজছে বিএনপি।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে নগরের বহদ্দারহাট এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের এই প্রার্থী সাংবাদিকদের এসব কথা বলেন।
বিএনপি জেতার জন্য নির্বাচনে অংশ নিচ্ছে অভিযোগ করে আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন বলেন, ‘আসলে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না। তারা বলছে আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে। তাদের এজেন্ট এসে বসলে, রিটার্নিং অফিসার নিশ্চয়ই তাদের বসাবে। তারা নিজেরাই নির্বাচনের জন্য নেই। এজন্য একটা বাহানা খুঁজছে। তারা জানে, লোকজন যেভাবে নৌকার পক্ষে মাঠে নেমেছে, তাতে তাদের ভরাডুবি হবে। সেই আশঙ্কা থেকেই এসব কথা বলছে।’
মোছলেম উদ্দিন বলেন, ‘নির্বাচনে আমিই জিতবো। শতভাগ নিশ্চিত আমি। মানুষ জানে এ নির্বাচনে সরকার পরিবর্তন হবে না। এ নির্বাচন নিয়ে মানুষ আশা করছে, যেসব উন্নয়ন কাজ চলমান আছে সেগুলো আরও এগিয়ে যাবে।’
সিপি