শঙ্খ নদীতে গলায় শাড়ি পেঁচানো বৃদ্ধার লাশ

চট্টগ্রামের চন্দনাইশে শঙ্খ নদী থেকে আরতী মজুমদার (৬৬) নামের এক বৃদ্ধা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নদী থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। নিহত আরতী মজুমদার বরকল ইউনিয়নের পূর্ব পাঠানদণ্ডী গ্রামের মৃত. রবীন্দ্র মজুমদারের স্ত্রী। নিহতের ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্তী। তিনি বলেন, ‘লাশের গলায় শাড়ি পেঁচানো এবং দুই হাত প্লাস্টিকের রশিতে বাঁধা ছিল। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে মরদেহ পোস্ট মর্টেমের জন্য মর্গে পাঠানো হবে।’

স্থানীয়রা জানায়, আরতী মজুমদার প্রায় সময় তার পরিবারের জন্য কাঁচাবাজার করত। মঙ্গলবার চন্দনাইশের একটি বাজারে এসে সে আর বাড়ি ফেরেনি। বুধবার সকালে তার নিখোঁজের খবর পরিবারের পক্ষ থেকে প্রচার করা হয়। সন্ধ্যা ৬টায় খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ শঙ্খ নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে। পরে আত্মীয়-স্বজন থানায় এসে লাশ শনাক্ত করে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!