লোহার শিকলে বাঁধা ইটভাটার দুই শ্রমিক উদ্ধার

চট্টগ্রামের খাগড়াছড়ির গুইমারা উপজেলায় লোহার শিকলে বাঁধা অবস্থায় ইটভাটা থেকে ‌দুই শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

বকেয়া মজুরির কারনে কাজে যোগ না দেয়ায় প্রভাবশালী ভাটার ম্যানেজার লোহার শিকল দিয়ে বেঁধে রাখে দুই শ্রমিককে। বুধবার (১৩ মে) বিকেলে এলাকাবাসীর সহায়তায় ফোর স্টার নামক ইটভাটা থেকে তাদের উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ চার প্রভাবশালী ব্যবসায়ীর ফোর স্টার নামক ইটভাটায় মাটিরাঙ্গা উপজেলার হেলাল মিয়া ও আলাল মিয়া দীর্ঘদিন কাজ করতো।

কিন্তু বেশ কয়েকদিন বকেয়া বেতনের জন্য তারা কাজ না করায় ম্যানেজার মাহবুব হোসেন লোহার শিকল পায়ে বেঁধে তাদের গতকাল থেকে একটি ঘরে আটকে রাখে।

পরে পরিবারের লোকজন থানায় খবর দিলে স্থানীয়দের সহায়তায় ওই ভাটা থেকে তাদের উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ভাটার ম্যানেজারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম প্রতিদিনকে জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিক দুজনকে উদ্ধার করেছে। ইটভাটার ম্যানেজার মাহবুবের নামে মামলা রুজু করে তাকে খাগড়াছড়ি কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm