লোহাগাড়া স্বাস্থ্য কর্মকর্তা করোনায়, হামলা বান্দরবানের বাড়িতে

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পেয়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তার বাড়িতে একদল যুবক হামলা চালিয়েছে।

রোববার (১০ মে) সন্ধ্যায় বান্দরবান শহরে বালাঘাটা এলাকায় এই ঘটনা ঘটেছে। আক্রান্ত ওই ব্যক্তির বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি ইতিমধ্যে লকডাউন করা হয়েছে।

আক্রান্ত ব্যক্তির ভাই ঘটনা সম্পর্কে বলেছেন, ‘আমার বড় ভাই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কর্মকর্তা। রোববার তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এসেছে। এটা জানার পর ১০-১২ জন স্থানীয় যুবক সন্ধ্যার পর বান্দরবানে আমাদের বাড়িতে এসে হামলা করে। তারা ইটপাটকেলও নিক্ষেপ করে। পরিবারের সদস্যদের গালাগাল দেয়। এমনকি আমার বাবাকে ধাক্কাও দেয়।’

স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তার ভাই আরও জানান, হামলাকারী যুবকদের ওই দলটি পরিবারের সদস্যের কেউ বাইরে বের হলে তার হাত-পা ভেঙে দেওয়ার হুমকিও দেয়। অথচ বাড়িতে থাকার সময় তার ভাইয়ের করোনাভাইরাসের সংক্রমণের কোনো লক্ষণ দেখা যায়নি। লোহাগাড়ায় যাওয়ার পরই তার নমুনা পরীক্ষায় পজিটিভ হওয়ার খবর আসে।

বান্দরবান সদর থানার ওসি শহিদুল আলম চৌধুরী বলেন, ‘ঠিক হামলা নয়, সামান্য ধাক্কাধাক্কি হয়েছে। এরপরও তদন্ত করে দেখা হবে।’

বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন বলেন, করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি বা পরিবার অপরাধী নয়। কেউ করোনাভাইরাস আক্রান্তের পরিবারের সদস্যদের হেনস্থা করলে প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm