লোহাগাড়া এসি ল্যান্ডের সরকারি ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহানের সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে টাকা দাবি করেছে একটি প্রতারক চক্র।

বুধবার (১১মে) লোহাগাড়া এসিল্যান্ড মোহাম্মদ শাহজাহান তার অফিসিয়াল ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেন এবং ক্লোনকৃত মোবাইল নম্বারে শুরুতে শুধু শূন্য নেই বলে জানান।

ভূমি অফিস সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) প্রশাসনিক কর্মকর্তা মোছলেম উদ্দিন ও উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী নয়ন দাশসহ বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছে ফোন করে প্রতারক চক্রটি চাঁদা দাবি করেছে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি জানতে পারেন এবং মোবাইল ফোন ক্লোন হওয়ার ব্যাপারে নিশ্চিত হন।

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, ‘এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!