লোহাগাড়ায় ২ কাভার্ড ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল চালকের

0

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় দুটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ সিরাজ (৩৫) নামের এক চালক নিহত হয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজ কক্সবাজারের প্রেমখালী এলাকার মঞ্জুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন আরফাত। তিনি বলেন, ‘লোহাগাড়ার চুনতিতে দুটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক চালক নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান দুটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।’

s alam president – mobile

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!