চট্টগ্রামের লোহাগাড়ায় নুরুচ্ছফা (৩৮) নামের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ জুন) দুপুর ১২টায় নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি উপজেলার চরম্বা ইউনিয়নের রাজঘাটা এলাকার আব্দুল মোতালেবের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার এএসআই আবদুল হালিম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ২০০১ সালের একটি বন মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি। গ্রেপ্তার এড়াতে হালিম দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। আগামীকাল বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।
এএইচ