লোহাগাড়ায় সরকারি জায়গায় ফিলিং স্টেশন, গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

চট্টগ্রামের লোহাগাড়ায় সরকারি জায়গার উপর নির্মিত শাহ পেঠান ফিলিং স্টেশনের তেল ডেলিভারির একটি মেশিন ও দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্দেশে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় পদুয়া তেওয়ারীহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ।

পদ্মাসন সিংহ বলেন, ‌‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে পদুয়া তেওয়ারীহাট এলাকায় শাহ পেঠান ফিলিং স্টেশনের মালিক সরকারি জায়গা দখল করে তেল ডেলিভারি মেশিন ও একটি দোকান নির্মাণ করে। দখলকৃত জায়গাটি উদ্ধার করতে সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়। পরে ফিলিং স্টেশনের মালিক এমএ হাকিম চৌধুরী ওই জায়গা থেকে স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেন আদালত। এর প্রেক্ষিতে আজ অভিযান চালিয়ে তেল ডেলিভারি মেশিন ও দোকান উচ্ছেদ করা হয়েছে।’

অভিযানের সময় উপস্থিত ছিলেন পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন, লোহাগাড়া থানার এএসআই শিপক চন্দ্র দাশ, লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শিশির স্বপন চাকমা ও নাজির সমির চৌধুরী।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!