লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনে ৩ প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে সাড়ে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে এবং ভেজাল রোধেই এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।

৮ মে বুধবার দুপুর ১ টায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ। এ সময় উপস্থিত ছিলেন স্যানেটরী ইন্সপেক্টর শের আলী।

জানা যায়, লোহাগাড়া সদরে বটতলী কাঁচাবাজারে খানে আলমের মালিকানাধীন মুদির দোকানে বিক্রয় নিষিদ্ধ এ্যামোনিয়া ক্যামিকেল রাখায় ১০ হাজার টাকা, নুরুল ইসলাম ফল বিতানে রং মিশ্রিত খাবার বিক্রয় করায় দেড় হাজার টাকা ও ইনসাফ রেস্তোরাঁয় ফ্রিজে বাঁশী খাবার এবং অপরিস্কার পরিবেশে খাবার তৈরী করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ভোক্তা অধিকার আইনে এ জরিমানা আদায় করা হয়েছে। ভোগ্যপন্যে ভেজাল রোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm