লোহাগাড়ায় পূজামণ্ডপ পরিদর্শনে বিপ্লব বড়ুয়া

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গাপূজা উৎসবে শুক্রবার (৪ অক্টোবর) দিনব্যাপী লোহাগাড়ায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘দেশের সকল শ্রেণি-পেশার মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐকমত্য গড়ে তুলতে পারলেই দেশের শান্তি ও সমৃদ্ধি স্থায়ী হবে।’

এ সময় বিপ্লব বড়ুয়ার সাথে ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জসিম উদ্দিন হায়দার, একুশে টিভির প্রধান বার্তা সম্পাদক রঞ্জন সেন, বিশিষ্ট নিউরোলজিস্ট ডা.আবদুস সামাদ, চিত্রনায়ক ফেরদৌস।

এ সময় তিনি লোহাগাড়ার পূজামণ্ডপ পরিদর্শন করেন ও বস্ত্র বিতরণ করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন একুশে টিভির বার্তা সম্পাদক রঞ্জন সেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ তৌছিফ আহমেদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, লোহাগাড়া হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিবাস দাশ সাগর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিবু রঞ্জন পাল, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান,তাপস জ্যোতি ভিক্ষু, হুমায়ূন কবির প্রমুখ।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!