চট্টগ্রামের লোহাগাড়ায় নুরুল কবির কলোনিতে নকল পণ্যসামগ্রী তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) ওই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিককে আটক করে ৮ মাসের সাজা ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ।
আটক কারখানার মালিক মো. ইকবাল উপজেলার পদুয়া ইউনিয়নের মীর পাড়ার মৃত আবদুল মালেকের ছেলে।
জানা যায়, সে দীর্ঘদিন ধরে পদুয়ার নুরুল কবির কলোনিতে একটি রুম ভাড়া নিয়ে বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে দেশের নামিদামি কোম্পানির লেভেল ও সিল ব্যবহার করে ভেজাল পণ্য তৈরির কারখানা স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তৈরিকৃত ভেজাল পণ্যের মধ্যে রয়েছে রাঁধুরী সরিষার তৈল, আচার, চানাচুর ও শিশুদের জন্য ছোট ছোট প্যাকেটে রাখা পাইপ জুস। অভিযানে উৎপাদনের জন্য রাখা কেমিক্যাল জব্দ করা হয় এবং জব্দকৃত নকল পণ্যসামগ্রী আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) পদ্মসন সিংহ বলেন, ‘সে দীর্ঘদিন ধরে এই নকল ও ভেজাল জুস তৈরি করে নামিদামি কোম্পানির লেভেল সাঁটিয়ে বাজারের বিভিন্ন কনফেকশনারি, মনিহারি ও মুদি দোকানে তা বিক্রি করে আসছিল। এসব উৎপাদিত জুসে কোনো খাদ্য উপাদান ব্যবহার করা হচ্ছে না। মানবদেহের জন্য ক্ষতিকর বিভিন্ন কেমিক্যাল এবং কাপড়ে ব্যবহার করা রং দিয়ে এসব জুস বানিয়ে তা বোতলজাত করে বাজারে সরবরাহ করা হচ্ছিল। খবর পেয়ে অভিযান পরিচালনা করি এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।’
এছাড়াও একইদিন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লোহাগাড়া দরবেশহাট রোডস্থ ফোরকান টাওয়ারের নিচে আল মারওয়া স্টোরকে ১০ হাজার ও মক্কার টাওয়ারের নিচে শাহপীর স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এএইচ