লোহাগাড়া প্রতিনিধি :
লোহাগাড়া উপজেলার একটি রেষ্টুরেন্টের সামনে থেকে ইয়াবা বহনকারী কারসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে এক হাজার নয়শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আজ বুধবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকার একটি হাইওয়ে রেষ্টুরেন্টের সামনে থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হল কক্সবাজার সদরের সিয়ামখালী মাঝের পাড়ার মৃত হাজী কলিম উল্লাহ সিকদারের পুত্র কায়েস উদ্দিন প্রকাশ পুতিয়া (২৭) ও একই এলাকার খোরশেদ আলম সিকদারের পুত্র আনোয়ার পাশা প্রকাশ দিনাত (২৫)।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই নুরুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ সোলাইমান পাটোয়ারী চট্টগ্রাম শহরমুখী প্রাইভেটকারে অভিযান চালায়।
তল্লাশী চালিয়ে প্রাইভেটকারের ভিতর থেকে ১৯০০ পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় দুই ইয়াবা পাচারকারীকে আটক করে তাদের বহনকারী প্রাইভেটকারটি থানা হেফাজতে রাখা হয়। এছাড়া আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানায় নুরুল ইসলাম।
রিপোর্ট : সাত্তার সিকদার, লোহাগাড়া প্রতিনিধি ::
এ এস / জি এম এম / আর এস পি :::