লোহাগাড়ায় ইয়াবাসহ ৩ যুবক গ্রেপ্তার

0

চট্টগ্রামের লোহাগাড়ায় ইয়াবাসহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত ১টা ৩০ মিনিটের দিকে আমিরাবাদ স্কুল রোডের মাথা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিন যুবক হল- লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগর পাড়ার এনু মিয়ার ছেলে ফিরোজ খান, আমিরাবাদ ইউনিয়নের ইসমাইল চৌকিদার পাড়ার আহমদ আলীর ছেলে আকতার মাহমুদ ও নোয়াখালীর সোনাইমুড়ি এলাকার অ্যাডভোকেট নুরুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ডিউটি অফিসার (এসআই) মোহাম্মদ বেলাল। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।’

s alam president – mobile

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!