চট্টগ্রামের লোহাগাড়ায় আগুনে পুড়ে গেছে পাঁচ বসতঘর। বুধবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টায় পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া ইছার বর বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্তরা হলেন, ওই এলাকার আবুল ফয়েজের পুত্র মো. দেলোয়ার, শাহাদাত হোসেন, রবিউল ইসলাম, আবদুল করিমের পুত্র নাছির উদ্দিন ও মৃত সোলতান আহমদের পুত্র মাওলানা আবুল ফয়েজ।
বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘নাছির উদ্দিনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে মাটির দেওয়াল ও টিনের ছাউনিযুক্ত বসতঘরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পাঁচ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।’
প্রত্যক্ষদর্শী আলমগীর ড্রাইভার জানান, আগুনের লেলিহান শিখা দেখে ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনকে উদ্ধার করি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সাতাানিয়া ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মাহবুব আলম বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’
এএইচ