লোহাগাড়ায় আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘর পুড়ে ছাই

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে আগুনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু।

আগুনে ক্ষতিগ্রস্থরা হলেন- আবুল কালাম, মাহমুদা খাতুন, মো. শাহ আলম, ফরিদুল আলম, নুরুল কাদের, আবুল বশর, আয়েশা বেগম, মাবিয়া বেগম, আবু তাহের ও আব্দুল আমিন। আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের।

স্থানীয়রা জানান, ফরিদুল আলমের বাড়ির রান্না ঘরের গ্যাসের চূলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

এ বিষয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা জুলহাস উদ্দিন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহত হয়নি। তবে আশ্রয়ণ প্রকল্পের ১ নম্বর কলোনির ১০টি ঘর আগুনে পুড়ে গেছে।

চুনতি ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু জানান, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য থাকা ও খাবারের ব্যবস্থাসহ নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও মো. আহসান হাবীব জিতু নগদ টাকা ও কম্বল দিয়েছেন।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!