লোহাগাড়া থানা থেকে পলাতক সাইফুল লুকিয়ে ছিলেন বাঁশখালীতে

চট্টগ্রামের লোহাগাড়া থানা থেকে পলাতক আসামি যুবলীগ নেতা মো. সাইফুল ইসলাম সজিবকে বাঁশখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বাশঁখালী থানার বাহারছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার মো. সাইফুল ইসলাম সজিব (৩৫) লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের (৭ নম্বর ওয়ার্ড) বলিপাড়ার নজির আহমদের ছেলে।

পুলিশ জানায়, বাশঁখালী থানার বাহারছড়া পুলিশ ফাঁড়ির সহযোগিতায় বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম সজিবকে গ্রেপ্তার করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, লোহাগাড়া থানা থেকে পালাতক আসামি সাইফুলকে বাশঁখালীর বাহারছড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি, চাঁদাবাজি, জমি দখলসহ অসংখ্য অপকর্মের অভিযোগ রয়েছে সাইফুলের বিরুদ্ধে। ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। এরপর ৯ সেপ্টেম্বর ভোরে তাকে কলাউজান বাংলাবাজার বাহাদুর পাড়ার আব্দুল আলমের বাড়ি থেকে আটক করে স্থানীয়রা।

পরে তাকে রশি দিয়ে বেঁধে লোহাগাড়া থানায় সোপর্দ করে থানার সামনে অবস্থান নেয় বিক্ষুব্ধ জনতা। কিছুক্ষণ পর পুলিশ হেফাজতে থাকা সাইফুল পালিয়ে গেছে বলে জানা যায়।

এ ঘটনায় লোহাগাড়া থানার ওসি মো. রাশেদুল ইসলাম, এসআই নাছিমা আক্তার, এসআই আমির হোসেন ও কনস্টেবল এম এনামুল হককে প্রত্যাহার করা হয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm