‘লোহাগাড়া উপজেলা কেমন দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘লোহাগাড়া উপজেলা কেমন দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা পরিষদ প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান।

মতবিনিময় সভায় উপস্থিত হয়ে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন—মো. জহির, মো. নোমান, মো. আবু বক্কর, মো. হারুন অর রশিদ, হুমায়ন রশিদ সাব্বির, মো. আরিয়ান, মো. ফাহিম, মো. সুজন, মো. আমজাদ, মো. জিসানসহ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন, ছাত্রসমাজ ও সচেতন মহলের প্রতিনিধিগণ।

প্রস্তাবনাগুলো হলো—চাঁদাবাজি, সিন্ডিকেট বন্ধ করা; দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে ধারাবাহিক মনিটরিং করা, চিহ্নিত সন্ত্রাসী, দখলদার, মাদক কারবারি, দুর্নীতিবাজদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি সন্ত্রাস ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযান পরিচালনা করা; শিক্ষাপ্রতিষ্ঠান দখলদার ও লেজুড়বৃত্তিক মুক্ত; অতিরিক্ত ফি আদায়, দুর্নীতি, অনিয়ম বন্ধ করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা; কিশোর গ্যাং, ইভটিজিং প্রতিরোধে বিশেষ সেল গঠন করা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে যথাযথ চিকিৎসাসেবা প্রদানের জন্য কার্যকর প্রদক্ষেপ নেওয়ার পাশাপাশি লোহাগাড়ার অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ এবং নিবন্ধিত হাসপাতাল,ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের অতিরিক্ত ফি আদায়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও সেবার মান নিশ্চিতে কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করা, সরকারি সকল সেবামূলক প্রতিষ্ঠানে হেল্প ডেস্ক সেবা প্রদান করা, প্রত্যেক ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে অপরাধ প্রতিরোধে আলাদা টিম গঠন করাসহ বিদ্যুৎ অফিসে হয়রানি ও দুর্নীতি বন্ধে ব্যবস্থা গ্রহণ করা।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm