লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান খোরশেদ আটক। তার বিরুদ্ধে দুটি বিস্ফোরক ও একটি হামলার অভিযোগে মামলা রয়েছে।

চট্টগ্রামের লোহাগাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলার জমিদার পাড়ার থেকে তাকে গ্রেপ্তার করে।

খোরশেদ আলম চৌধুরী (৬০) ওই এলাকার মৃত বেলায়েত হোসেন চৌধুরী ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতিও।

জানা গেছে, লোহাগাড়া থানায় ২০ ও ২১ আগস্ট এবং ১০ ডিসেম্বর বিস্ফোরক আইনে দুটি ও হামলার অভিযোগে একটি মামলা করা হয়। ওই মামলার আসামির তালিকায় নাম আছে খোরশেদ আলমের।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm