চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মো. বেলাল উদ্দিন নামের এক প্রবাসী সৌদি আরবে হঠাৎ করে মারা গেছেন।
১ অক্টোবর (শনিবার) দিবাগত রাত ৮ টার দিকে বেলালের মৃত্যুর খবর বাড়িতে জানান, নিহতের বড় ভাই সৌদি প্রবাসী নুরুল ইসলাম।
নিহত বেলাল উদ্দিন (৩২) লোহাগাড়ার চরম্বা ইউনিয়নের জান মোহাম্মদ পাড়ার সাবেক ইউপি সদস্য কবির আহমদের পুত্র। চরম্বা ইউপি চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন জানান, ‘ইউনিয়নের জান মোহাম্মদ পাড়ার কবির মেম্বারের ছেলে মো. বেলাল উদ্দিন সৌদি আরবে মারা গেছেন বলে পরিবারের লোকজনের কাছে শুনেছি।’
পারিবারিক সূত্রে জানা যায়, দুবছর আগে সৌদি আরব যান বেলাল। প্রথমে সৌদি আরবের জেদ্দা এলাকায় একটি মুদি দোকানে চাকরি করতেন। পরে চাকরি ছেড়ে দিয়ে একটা গাড়ি কিনে ভাড়ায় চালাতেন। পারিবারিক সম্পদ বন্টনের অনিয়মের কারণে বাড়ির লোকজনের সাথে তেমন কথা হতো না বেলালের। কয়েকদিন আগে বেলালের সাথে সর্বশেষ কথা হয় পরিবারের লোকজনের সাথে।
নিহতের ভাই আবু বক্কর জানান, ‘জীবিকার তাগিদে আমার ছোট ভাই বেলাল প্রায় ১২ বছর প্রবাস জীবন অতিবাহিত করেন। সে প্রায় ১০ বছর কাতার ছিল। কাতারে ভিসা জটিলতার কারণে দুই বছর আগে সৌদি আরবে যান বেলাল। গতকাল রাতে আমরা জানতে পারি বেলালের মৃত্যুর খবর।’
নিহত বেলালের বড় ভাই সৌদি প্রবাসী নুরুল ইসলাম জানান, ‘গত বুধবার গাড়ি নিয়ে রাস্তায় বের হলে অসুস্থবোধ করে বেলাল। সে জেদ্দায় একটি হাসপাতালে ভর্তি হয়। কোন এক সময় স্ট্রোক জনিত কারণে হাসপাতালে বেলালের মৃত্যু হয় বলে জেনেছি।’
নিহতের লাশ বর্তমানে সৌদি আরবের জেদ্দায় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা যায়।
এমএহক