লোহাগাড়ার এতিম শিক্ষার্থীরা পেলো এমপি নদভীর কম্বল

চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শাহ হাফেজিয়া আদর্শ দাখিল মাদ্রাসা এবং চুনতি শাহ হাফেজিয়া হেফজখানা ও এতিমখানায় এসব কম্বল বিতরণ করা হয়।

সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর পক্ষে এতিমদের কম্বল বিতরণ করেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সভাপতি প্রফেসর ড আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন।

s alam president – mobile

কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার দাতা সদস্য ও শাহ হাফেজিয়া রহমানিয়া আর্দশ মাদ্রাসার সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার শিক্ষক অধ্যাপক হামিদুর রহমান, হাফেজিয়া এতিমখানার সভাপতি মুহাম্মদ নুরুন্নবী ও মাওলানা মমতাজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহ হাফেজিয়া রহমানিয়া আর্দশ হেফজখানার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল মুকিত।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm