চট্টগ্রামের লোহাগাড়া কলাউজান আদারচর এলাকায় কলাউজান ব্লাড গ্রুপের উদ্যোগে ফ্রি চিকিৎসাসেবা পেলেন প্রায় ৩০০ জন রোগী।
১ নভেম্বর (শুক্রবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পূর্ব কলাউজান আদারচর ইমাম আবু হানিফা (রহ.) আদর্শ মাদ্রাসা ও হিফজখানা প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন কলাউজান ব্লাড গ্রুপের উপদেষ্টা ডা. মোহাম্মদ মোমিনুল ইসলাম ও ডা. আসিফ আহমদ (শোভন)। এ সময় ৩০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ব্লাড গ্রুপিং কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন কলাউজান ব্লাড গ্রুপের এডমিন মো:সাইফুল ইসলাম সাঈদ, মোহাম্মদ শফিকুর রহমান, মোয়াজ্জেম মাহী, তোফায়েল আহমেদ সবুজ, মডারেটর নাজমুস সাকিব, তারেক মনোয়ার, কার্যকরী সদস্য এরশাদ হোসেন, নুরুল আবছার ও সহ-কার্যকরী সদস্যবৃন্দ।
কলাউজান ব্লাড গ্রুপের এডমিন শফিকুর রহমান জানান, আদারচর ইমাম আবু হানিফা (রহ.) আদর্শ মাদ্রাসা ও হিফজখানা প্রাঙ্গণে হিফজ খানার শিক্ষক, কোমলমতি শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন ধরনের প্রায় ৩০০ জন রোগীর ফ্রি চিকিৎসা ও ব্লাড গ্রুপিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
এডভোকেট সাইফুল ইসলাম জানান, রক্তদান করতে পারবে এমন অধিক রক্তদাতা সনাক্ত করা হয়েছে এ ক্যাম্পেইন থেকে। এছাড়াও থ্যালাসেমিয়া, ক্যান্সার সচেতনতা এবং রক্তদানের উপকারিতা জানিয়ে সবাইকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা হয়েছে। আজকে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ব্লাড গ্রুপিং কার্যক্রমে এলাকাবাসীর যথেষ্ট সাড়া পেয়েছি, সময় স্বল্পতার কারণে অনেকেই চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেনি। পরবর্তী এধরনের ফ্রি চিকিৎসা ক্যাম্প বড় পরিসরে করে এলাকাবাসীর চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
এ সময় আদারচর ইমাম আবু হানিফা (রহ.) আদর্শ মাদ্রাসা ও হিফজখানার সভাপতি এম ওসমান ফারুক, এডভোকেট আব্দুল জব্বার,সমাজসেবক কবির আহমদ সিকদার, সাংবাদিক সাত্তার সিকদার,এডভোকেট রিদুয়ানুল করিম, ব্যবসায়ী কায়সার হামিদ, মাষ্টার জাহেদুল ইসলাম, মাষ্টার আলিম ছামাদ, মাষ্টার মোঃ ইউসুফ,প্রবাসী ও সমাজ কর্মী মাইনুদ্দিন হাসান, সাইফুল ইসলাম,দিদার সিকদার,ব্যংকার মোহাম্মদ আবছার, আব্দুর রশিদ,আব্দুস সাত্তার,খাইর আহমদ, হাফেজ মাওলানা ইরফান, হাফেজ মাওলানা আয়াত উল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।