লোহাগাড়ায় শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

লোহাগাড়া আধুনগর মছদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপন কান্তি নাথকে বিদ্যালয়ের সভাপতি সিরাজুল ইসলাম কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা শিক্ষক সমিতি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে লোহাগাড়া উপজেলার সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ব্যানারে এ মানবন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা এবং শিক্ষকদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠান সভ্য মানুষের জায়গা, শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর। এ ঘটনা শিক্ষক সমাজের জন্য কলঙ্কজনক। স্কুল কমিটির সভাপতির এধরনের আচরণে উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে তিব্র নিন্দা জানানো হয়।

লোহাগাড়ায় শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন 1

সভাপতি সিরাজুল ইসলামের সদস্যপদ বাতিল করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতা মোহাম্মদ আহমদ হোসেন, নুরুল আমিন, শাহজামাল, আবদুল কদ্দুস, মোজাহিদুল ইমলাম, মো. ফেরদৌস, মো. ইলিয়াছ, শাহেদা করিমুনিচ্ছা, রুপসী দাশ, নাছির আহমদ। এসময় ২ শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm