লোহাগাড়ায় এলপি গ্যাস বিক্রিতে অনিয়ম, ২ ব্যবসায়ীকে অর্থদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে এলপি গ্যাস সিলিন্ডারের ব্যবসা করছিল দুই ব্যবসায়ী। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের ২ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইনামুল হাছান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লোহাগাড়া উপজেলার চুনতি বনপুকুর এলাকায় শুকতারা ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপক আবুল আলা সিদ্দিকী (৫২) লাইসেন্স থাকার পরও নিয়ম না মেনে গ্যাস সিলিন্ডার বিক্রি করছিলেন। এজন্য তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া মাম্মী এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মোহাম্মদ শাহীন ওরফে সফিক উল্ল্যাহকে চট্টগ্রাম হালিশহর এলাকার লাইসেন্স নিয়ে লোহাগাড়ায় ব্যবসা পরিচালনা করার দায়ে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ইউএনও মোহাম্মদ ইনামুল হাছান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি—লোহাগাড়া উপজেলার চুনতি বনপুকুর এলাকায় অবৈধভাবে এলপি গ্যাস সিলিন্ডারের ব্যবসা করছিলো শুকতারা ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপক আবুল আলা সিদ্দিকী ও মাম্মী এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মোহাম্মদ শাহীন ওরফে সফিক উল্ল্যাহ। অভিযান চালিয়ে শুকতারা ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপক আবুল আলা সিদ্দিকীর লাইসেন্স থাকা সত্ত্বেও নিয়ম না মেনে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ১০ হাজার টাকা এবং মাম্মী এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মোহাম্মদ শাহীন ওরফে সফিক উল্ল্যাহকে চট্টগ্রাম হালিশহর এলাকার লাইসেন্স নিয়ে লোহাগাড়ায় এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm